ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন ময়মনসিংহের সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন এক হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে। ১৫ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় সিটি করপোরেশনের আয়োজনে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র। এসময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার বিকল্প নেই। সবাইকে সুরক্ষিত করতে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, টিকা নেওয়ায় সারা বিশ্বে কোথাও তেমন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধি গুরুত্বের সাথে মেনে চলতে হবে। এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক, সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষ্যে আরএমপি কমিশনার আনিসুর রহমানের ব্রিফিং‘পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু’আইনের শাসন পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার: বগুড়ায় প্রধান বিচারপতি Post Views: ১৭৭ SHARES সারা বাংলা বিষয়: