দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১ জামালপুর প্রতিনিধি : দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ৪ ডিসেম্বর শনিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওইসময় তিনি আরও বলেন, পাকিস্তান আর্মি হাটু গেড়ে মাথা নত করেছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিলো। আজকে এক শ্রেণির লোক মানবতার কথা বলে। কিন্তু ৭১ এ হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই। সারাদেশে মুক্তিযোদ্ধাের কবর একই ডিজাইনে হবে। প্রতিটি মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আঞ্চলিক উন্নয়ন কমিটির সিইও ড.জাফর উদ্দীন, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি আব্দুস সামাদ। স্মৃতি চারণ করেন কথা সাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন প্রমুখ। Related posts:সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ প্রয়োজন : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীজামালপুরে মহান মে দিবস পালিতইসলামপুরে বাজার করতে বেরিয়ে নিখোঁজ সাবেক ইউপি সদস্য, লাশ মিলল যমুনায় Post Views: ১৮০ SHARES জামালপুর বিষয়: