পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিলবাহী ট্রাক দুর্ঘটনার কবলে, আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিলবাহী একটি ট্রাক পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন ওই ট্রাকের চালক ও তার সহকারি। পরে পুলিশ ট্রাক থেকে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আহত চালক মো. ইমন (৩২) ও সহকারি মো. ফাহিমকে (১৮) আটক করেছে পুলিশ। তারা পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দু’জনেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বাসিন্দা। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৮-৪১৮৬) থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। হঠাৎ ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। পুলিশও পিছু নেয়। পরে ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। Related posts:জামালপুরের সেই ডিসি ওএসডি হলেনসামাজিক নিরাপত্তা কর্মসূচী সেবার মানোন্নয়নে নালিতাবাড়ীতে সেমিনারশেরপুরে ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Post Views: ৩৪৫ SHARES সারা বাংলা বিষয়: