ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র টিটু’র সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

শ্যামলী নিউজ ডেস্ক : জার্মান রাষ্ট্রদূত এইচ ই মিস্টার পিটার ফারেনহোল্টজ রবিবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জার্মান রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাজীব-উল আহসান, প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, মেডিকেল অফিসার ডাঃ এইচ. কে. দেবনাথ, নগর পরিকল্পনাবিধ মানস কুমার বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা, অসীম কুমার সাহা, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ জহুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মুহাঃ আমিনুল ইসলাম, কাউন্সিল মাহবুব আলম হেলাল, মাহবুবুর রহমান, ফারুক হাসান, মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ গোলাম রফিক দুুদু, কাউন্সিল শীতল সরকার, সহ কর্মকর্তা, কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।