ময়মনসিংহে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১ ময়মনসিংহের সদর উপজেলার চরসিরতার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (৩০) নামে দুই ভাইকে পিটিয়ে হত্যা এবং তাদের বাবাকে আহতের ঘটনা ঘটেছে। গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ছিলো। গতকাল দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। তাকে বাঁচাতে বাবা আলী আকবর ও তার ভাই শফিকুল ইসলামসহ স্থানীয়রা ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম এর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা যান। নিহত রফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম একই এলাকার আকবর আলীর ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। Related posts:রোববার ময়মনসিংহে লোক সঙ্গীত উৎসব শুরুপ্রেম করে বিয়ে, দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর আত্মহত্যাজামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি Post Views: ২৩৪ SHARES সারা বাংলা বিষয়: