রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ পালিত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

“কর্তব্যের তরে, করে গেলে যাঁরা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এ প্রতিপাদ্যে রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ মার্চ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।


সকালে মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পুস্পস্তবক অর্পন শেষে এক মিনিট নীরবতা পালন ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


পরে সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো: সাইফুর রহমান পিপিএম। অনুষ্ঠানে রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের সিনিয়র অফিসার-ফোর্সবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানিত পরিবারবর্গ উপস্থিত ছিলেন।