‘প্লাস্টিক জমা দিন, ‘পরিবেশবান্ধব গাছ নিন,

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ডিসি উদ্যানে সোমবার বৃক্ষমেলায় প্লাস্টিক বোতলের বদলে পাওয়া যাচ্ছে গাছ ও কলম।
‘প্লাস্টিক বোতল জমা দিন, পরিবেশবান্ধব গাছ নিন’, ‘প্লাস্টিক বোতল জমা দিন, কলম নিন’। বৃক্ষমেলায় স্বেচ্ছসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের স্টলে একটি খালি প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে একটি কলম অথবা একটি গাছ। পরিবেশ সংরক্ষণ ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছে।
গতকাল সোমবার সকালে ডিসি উদ্যানে ‘ফলদ বৃক্ষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’এ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শেরপুর পৌরসভা যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করে।
পরে ডিসি উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় বাহারি গাছের ৪১টি স্টল বসেছে।