ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “ভোটার হব, ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২ মার্চ সোমবার সকাল ১১টায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোটার দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সোহেল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অনেকেই। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশিল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা প্রশাসনের ৩ কর্মচারীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলশেরপুরে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতজাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন শেরপুরের হাজার হাজার মানুষ Post Views: ২৪৮ SHARES ঝিনাইগাতী বিষয়: