টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার করলো বিজিবি

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। পরে চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।