সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বাবাও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)। ৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে ওই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে , সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিঁড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে পিতাপুত্রের মৃত্যু হয়েছে। Related posts:জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশইসলামপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী-এমপিফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল সমর্থক গ্রেফতার Post Views: ১৬৫ SHARES জামালপুর বিষয়: