শেরপুরে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে পৌরশহরের উত্তর বাজার দলীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌর শহরের বিভিন্নস্তরের নেতাকর্মীরা। Related posts:জামালপুরের মাদারগঞ্জে মাদকের আসামীসহ বিভিন্ন মামলায় আটক ১১গ্রিলে ঝুলছিলেন বাবা, মেঝেতে পড়ে ছিল ছেলেচাঁদে যাওয়ার জন্য বুকিং দিয়েছি আমরা : মতিয়া চৌধুরী Post Views: ৩১৩ SHARES সারা বাংলা বিষয়: