মাদারগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২ জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের চাপায় জহুরুল ইসলাম (৪৫) নামে ভ্যান যাত্রী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ। ১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম দক্ষিণ গুনেরবাড়ি এলাকার গুলা মিয়ার সন্তান। জহুরুল ইসলামের স্বজনেরা জানান, বেলা ১১টার দিকে মেয়ে শ্যামলীকে শ্বশুর বাড়ি রেখে আসার জন্য বাড়ি থেকে বের হন তারা। এরপর ভ্যান যোগে যাবার পথে গুনেরবাড়ি মোড়ে একটি ট্রাক্টর গাড়ি পেছন থেকে চাপা দিলে গুরুত্বর আহত হয় জহুরুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার। নিহত জহুরুল ইসলাম দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ পারভেজ জানান, ঘটনার পরই চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও জহুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। Related posts:জামালপুরে নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৬জামালপুরে কলেজ গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিসরিষাবাড়ীতে সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ডেমরা থেকে প্রধান আসামি আটক Post Views: ১৪৯ SHARES জামালপুর বিষয়: