সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করে। আজ ১৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ালীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম.এ. ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম আফরোজ খান আরিফ, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেফার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ। Related posts:ইবি ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ শিক্ষার্থী বহিষ্কারশেরপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ॥ সভাপতি আরিফ রেজা, সম্পাদক হো...নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার Post Views: ১৮৫ SHARES সারা বাংলা বিষয়: