ময়মনসিংহে মদসহ গ্রেফতার কারবারি কারাগারে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ময়মনসিংহে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার রিপন হোসেনকে (২৭) কারাগারে পাঠিয়েছে আদালত। রিপন হোসেন জেলার ফুলপুর উপজেলার চকনাপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক কারবারি রিপন বিপুল পরিমাণ মদ নিয়ে শম্ভুগঞ্জ-পাটগুদাম ব্রিজ মোড় সড়কের টোল বক্সের পাশের রাস্তায় বেচাকেনা করতে এসেছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ রিপনকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রিপনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা। Related posts:স্বামীর নির্যাতনের হাসপাতালের বেডে ছটফট করছে গৃহবধু আনজুআরাসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত ২আজ শেরপুর ও নালিতাবাড়ী মুক্ত দিবস Post Views: ১৬১ SHARES সারা বাংলা বিষয়: