নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

নেত্রকোণায় বালুবাহী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২২ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে জেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের জারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলের দুই আরোহী দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। তাদের পেছন পেছন যাচ্ছিল বালুবহনকারী ট্রাক।
জারিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি আটক করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।