শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২ হারুন অর রশিদ দুদু : মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, ঝিনাইগাতী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া। ২৪ অক্টোবর সোমবার বিকেলে শেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেপ্টেম্বর/২০২২ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া। তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। এ বিষয়ে ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনানকলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিতশেরপুরে উমেন এন্ড ই কমার্স ফোরাম (WE) এর পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা Post Views: ৩২০ SHARES শেরপুর বিষয়: