নেত্রকোনায় ভারতীয় মদসহ আটক ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। আটকৃতরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার গাবারকান্দা গ্রামের ফজলুর রহমানের ছেলে আবদুল আল ফারুক (৪১), গোপালপুর গ্রামের হাবিব রহমানের ছেলে অনিক রহমান আরিফ (৩০) ও প্রেমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবুল খালেদ (৩২)। ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করেছে। কলমাকান্দা ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গত সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে ১৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। পরে মঙ্গলবার সকালে আটককৃত ওই তিন ব্যক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দুপুরে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:জামালপুর মেলান্দহে ভুয়া ৫ সাংবাদিক আটকসানন্দবাড়ী বাজারে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩ Post Views: ১৬৯ SHARES সারা বাংলা বিষয়: