নেত্রকোনায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন উপলক্ষে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এ বছর আড়ম্বরপূর্ণ পরিবেশে নেত্রকোনা মুক্ত দিবসসহ জাতীয় দিবসগুলো পালন উপলক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। ৮ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে পৃথক পৃথক ব্যানারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দফতরের উপস্থিতিতিতে এবং জেলার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মুক্তিযোদ্ধাদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এসময় কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন নিয়ে এডিসি (সার্বিক) মনির হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল গফুর, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক আলপনা বেগম ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস প্রমুখ। সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়। এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভাসহ প্রতিটি বধ্যভূমিতে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। Related posts:'প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন'ফুলপুরে ইয়াবা ও বিদেশি মদসহ মাদক কারবারি আটকজামালপুরে শীতার্ত মানুষের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ Post Views: ১৫১ SHARES সারা বাংলা বিষয়: