ঝিনাইগাতীর এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ৫শ শিক্ষার্থী পেল খাদ্য সামগ্রী

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীরা পেল খাদ্য সামগ্রী। ২৩ মে শনিবার করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া পরিবারের ৫শত শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন গুলে রায়হান নেছা ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, এক কেজি আলু ও ১টি সাবান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ উপস্থিত থেকে গুলে রায়হান নেছা ফাউন্ডেশনের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক বিএসসি, উপজেলা শিক্ষা অফিসার (অব.) আলহাজ শরীফ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ মো. আতাউর রহমান, সমাজসেবক আলতাফ হোসেন, ক্রীড়াবিদ মজিবর রহমান, দুলাল সরকার, রেজাউল করিম সরকার সরকার, ডেন্টিস্ট সারোয়ার জাহান সোহাগ, মাওলানা সিদ্দিকুর রহমানসহ আরো অনেকেই। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, কোমলমতি এসব শিক্ষার্থী উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত ও উপকৃত হয়েছে। মহতী এ উদ্যোগের জন্য গুলে রায়হান নেছা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে গুলে রায়হান নেছা ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ সরকারের সিনিয়র যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী।