বলিউডের সব রেকর্ড ভাঙল ‘পাঠান’

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

কীভাবে ফিরে আসতে হয়— দেখিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চার বছর পরও যে তার আবেদন একটুও ফিকে হয়নি তার প্রমাণ ‘পাঠান’ সিনেমাটি। এ ছবির সিনেমার ব্যবসায়িক সাফল্যই তার প্রমাণ।

মুক্তির ৩৮ দিন পরও অপ্রতিরোধ্য পাঠান। ফলস্বরূপ একের পর রেকর্ড ভেঙে বলিউড ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করেছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউডে এতদিন সর্বোচ্চ আয়কারী ছবির জায়গা ধরে রেখেছিল ‘বাহুবলী ২’। ছবিটির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি রুপির। যদিও সামগ্রিকভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি। এ বার ‘বাহুবলী ২’-কে ছাপিয়ে গেল পাঠান। দেশের অভ্যন্তরে এই ছবির আয় ৫২৮.২৯ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি টাকা। শুধু ‘বাহুবলী ২’ নয়, ‘পাঠান’-এর প্রতিযোগিতা ছিল আরও দুটি ছবির সঙ্গে। আমির খানের ‘দঙ্গল’ এবং যশ অভিনীত ‘কেজিএফ ২’।
‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ দিয়ে শুরু হলেও হিসাব মতো এটি এই ব্রহ্মাণ্ডের চতুর্থ ছবি। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো গুপ্তচরদের নিয়ে ছবি করেছে। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। আর তাতেই সকলকে পিছনে ফেলে বলিউডের সফলতম ছবির তকমা পেল এই ছবি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি। এরইমধ্যে বলিউডের সকল রেকর্ড ভেঙে ফেলেছে সিনেমাটি।