সিরাজগঞ্জের সড়কে প্রাণ গেল ৩ কলেজছাত্রের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৩ সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। ৬ মার্চ সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত তিন ছাত্র নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়িচাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। Related posts:ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত ৩জামালপুরে আরও ১৫ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৮৬৯ ॥ সুস্থ ৬৩৮ জনজামালপুরের মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা Post Views: ১৪০ SHARES সারা বাংলা বিষয়: