নেত্রকোনায় পিকনিক বাস উল্টে নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নেত্রকোনার দুর্গাপুরে যাওয়া একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাসের আরও অন্তত ৩০ জন। ৮ মার্চ বুধবার সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু। দুর্গাপুরে লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। বাসটিতে থাকা যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে। এক শিশুকে মৃত উদ্ধার করা হয়।
আহতদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একজনকে ময়মনসিংহে পাঠানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে উল্টে যায়। এক শিশু মারা গেছে। একজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। এছাড়া টুকটাক ব্যথা পেয়েছে যারা, তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।