করোনায় আক্রান্ত ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। ১১ আগস্ট বুধবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। তিনি বলেন, ‘গত দু-তিন দিন যাবত তিনি জ্বর অনুভব করলে নমুনা দেন। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে, তার শারীরিক তেমন কোনো জটিলতা না থাকায় বাংলোতে আইসোলেশনে আছেন।’ মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান। Related posts:ইসলামপুরে ১০টাকা কেজি দরের ৪ হাজার ৯শ কেজি চাল উদ্ধারফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে জামালপুরে মানববন্ধনমাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ১৬৮ SHARES সারা বাংলা বিষয়: