কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের সুবর্ণ জয়ন্তী পালিত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে শ্রমিকলীগের সূবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলী খান। জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান।আলোচনা সভা শেষে কেক কেটে শ্রমিকলীগের সূবর্ণ জয়ন্তী পালন করেন অতিথিরা। এরপর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টর চত্বরে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। শেষে শ্রমিকদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ গাছের চারা বিতরণ করা হয়।