ধর্ষণের অভিযোগে জামালপুরে আটক ১ Faruk Faruk Pappu প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর থানার ধোপাকুড়ি গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব মন্ডল (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১৪। ১২ অক্টোবর শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জামালপুর সদর থানার ধোপাকুড়ি গ্রামের জৈনেকা এক নারী’র স্বামী মারা যাওয়ার পর থেকেই ওই গ্রামের মৃত তয়ছন মন্ডলের ছেলে ইয়াকুব মন্ডল উত্যক্ত করত এবং নানা প্রকার কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে ওই বিধবার ঘরে কৌশলে প্রবেশ করে জোরপূর্বক ভাবে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা শনিবার সকালে জামালপুর র্যাব এর কোম্পানী কমান্ডার বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ তাৎক্ষনিক একটি আভিযানিক দল নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক ইয়াকুব মন্ডলকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেন। Related posts:জামালপুরের মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যাসাংগঠনিক পদ শুধুমাত্র সাংগঠনিক কাজে ব্যবহার করার আহ্বান যুবলীগ চেয়ারম্যানেরজামালপুরে আরও ২৪ জনের করোনা শনাক্ত Post Views: ২৬৯ SHARES নারী ও শিশু বিষয়: