ইসলামপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী-এমপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ জামালপুরের ইসলামপুরে কৃষকের ধান কেটে দিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। ৩০ এপ্রিল রবিবার সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দেন তারা। এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি নূরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষকরা জানান, তীব্র গরম ও শ্রমিক সংকটের কারণে ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা কৃষকলীগের কর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক মনু সেখ বলেন, ধান নিয়ে দুশ্চিন্তা ছিলাম। হঠাৎ প্রতিমন্ত্রী তার নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা বলেন, কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা। Related posts:ইসলামপুরে মেসি-নেইমারভক্তের বাড়ি দেখতে ভিড়মাদারগঞ্জে নববধূকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগজামালপুরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা বহনকালে আটক ২ Post Views: ৮৯ SHARES জামালপুর বিষয়: