৫ সিটিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৩ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়। পাঁচ সিটিতে জাপার প্রার্থী হলেন- গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে (খুসিক) মো. শফিকুল ইসলাম মধু, বরিশালে সিটি করপোরেশনে (বসিক) প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল। গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী- গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে। Related posts:দেখতে ভদ্রলোক হলেও মির্জা ফখরুলের অন্তরে বিষ : ওবায়দুল কাদেরআগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার : ফখরুলমিথ্যাচারের কারণে দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি: কাদের Post Views: ১৭৬ SHARES রাজনীতি বিষয়: