বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে রাজশাহী রেঞ্জ ডিআইজির বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।

৮ আগস্ট মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে ওই শ্রদ্ধা জানান তিনি।
এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ”সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মোঃ আনিসুর রহমান।


রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম।
এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।