শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও শ্রীবরদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এ উদ্দেশ্যকে সামনে রেখে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচলা সভা। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকলের উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ ও ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জুয়েল আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী আহাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।