ঝিনাইগাতীতে অবৈধ পাথর ভর্তি ট্রলি আটক

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী বনাঞ্চলের সরকারি ভাবে সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের সময় বন বিভাগের কর্মকর্তারা পাথর ভর্তি ২টি ট্রলি আটক করেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে গজনী বিট কর্মকর্তা শাহ আলম ট্রলি ভর্তি অবৈধ পাথর আটক করেন।
এব্যাপারে বিট কর্মকর্তা শাহ আলম জানান, বেশ কয়েকদিন যাবৎ এক শ্রেণীর চোরাই পাথর ব্যবসায়ী সরকারী বনাঞ্চল ধ্বংস করে গজনী ফরেষ্ট বিট এলাকায় চুরি করে পাথর উত্তোলন করে আসছে।

এতে করে পরিবেশের ভারসাম্যসহ বনাঞ্চলের ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। অবৈধ পাথর ব্যবসায়ীদের সন্ধ্যানে উৎপেতে থাকে বন বিভাগের কর্মকর্তারা। পরে বুধবার সকালে পাচারকালে ২টি ট্রলি ভর্তি পাথর আটক করা হয়।

এসময় ট্রলির চালক ও পাথর পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।