শেরপুর সদর থানায় ‌ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর সদর থানা আয়োজিত ওই “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মোনালিসা বেগম সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকগণের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মোনালিসা বেগম আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের পাশে। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতে করবে বলে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, দুষ্টু ব্যক্তি যে বা যারা হবেন, তার নাম পরিচয় কোন কিছুই দেখা হবে না তিনি সরাসরি আইনের আওতায় আসবেন। আমরা কোন অপরাধীকে তার ব্যক্তিগত লাভ বা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে দিবো না। আইন সবার জন্য সমান, আইনের উর্ধ্বে কেউ নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি উপস্থিত সকলকে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ নারী নির্যাতন, বাল্যবিয়ে, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে অপমৃত্যু এবং বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


পরিশেষে তিনি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সহযোগিতা কামনা করেন। উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন এবং ওপেন হাউজ ডে উঠে আসা বিভিন্ন বিষয় আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সে বিষয়ে জানানো পরবর্তী সভায় জানানো হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সদর থানা অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।


সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহম্মেদ খোকন, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল হাসান, শেরপুর জেলা কাজী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুজর মোঃ আলামিন প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সুধীজন, শিক্ষক মন্ডলী বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাম-পুলিশ সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।