দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩ ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’- এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। সভায় পুলিশ সুপার পূজা উদযাপন নির্বিঘ্ন করতে জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে ও যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।’ দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব বলে তিনি উল্লেখ করেন। ওইসময় পুলিশ সুপার পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পূজা নিরাপত্তা পরিষদ গঠন (সকল শ্রেণী পেশার সমন্বয়), রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশ্য পাহারার ব্যবস্থাকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় পূজা কার্যক্রম বন্ধ রাখাসহ যথাসময়ে পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন। সেইসাথে আসন্ন পূজায় যা নজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যানচলাচল ব্যবস্থা নিশ্চিত করবে বলে উল্লেখ করেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, নকলা পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীকসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে অভিমানে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যাশ্রীবরদীতে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু আটকশেরপুরে জাতীয় শোক দিবসে সাবেক এমপি শ্যামলীর উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ Post Views: ১৮০ SHARES শেরপুর বিষয়: