চার বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩ জামালপুরের বকশীগঞ্জে দুই মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মো. আজিম মিয়া (৪৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের কাউসার আলীর ছেলে। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহের রানা জানান, দুটি সিআর মামলায় চার বছরের সিআর সাজাপ্রাপ্ত ও ১৪ লাখ টাকা আর্থিক জরিমানার আসামি আজিম মিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আজিম মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আজিম মিয়াকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। Related posts:প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো অশোভন আচরণ করতে পারেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসরিষাবাড়ীতে সৌর বিদ্যুতের সড়কবাতি উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীজামালপুরে পরীক্ষা খারাপ হওয়ায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা Post Views: ২১৩ SHARES জামালপুর বিষয়: