প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে যুব মহিলা লীগের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পিতা প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা‘র ১৪তম মৃত্যুবার্ষিকীতে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে ওই দোয়া অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, উপদেষ্টা রোজনা তাসনিম, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।