প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী এবং জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো: আরিফ রেজা ছোট বিশিষ্ট ব্যবসায়ী মো: শুভ রেজার পিতা প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা‘র ১৪তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে বাদ জোহর শহরের বিভিন্ন মসজিদে ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ৫ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়।


খাবার বিতরণকালে জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মরহুমের বড় ছেলে মো: আরিফ রেজা, সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক মোঃ আঃ কালাম, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যকরি সদস্য ফারুক হোসেন, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি ফখরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন শাখা কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।