শেরপুরে শহীদ জায়া-বীরাঙ্গনাদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র ও মিষ্টান্ন বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের শহীদ জায়া-বীরঙ্গনাদের মাঝে শীত বস্ত্র ও মিষ্টান্ন বিতরণ করেছে জেলা পুলিশ। ১৮ নভেম্বর সোমবার দুপুরে বিধবাপল্লীতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জীবিত ৩০ শহীদ জায়া ও বীরাঙ্গনার হাতে একটি করে গায়ের চাদর ও এক প্যাকেট করে মিষ্টান্ন প্রদান করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোহাগপুরের গণহত্যা ইতিহাসের একটি নির্মম অধ্যায়। ১৯৭১ সালের ২৫ জুলাই সকালে মাত্র ২ ঘন্টায় ওই গ্রামের ১৮৭ জন পুরুষ মানুষকে হত্যা করে গ্রামটিকে পুরুষশূন্য করে ফেলে পাক হানাদার বাহিনী। সেদিনের ঘটনায় জীবিত শহীদ জায়া ও বীরঙ্গনরা বর্তমান সরকারের আমলে অনেক কিছু পেয়েছেন। তারপরও পুলিশ বাহিনী তাদেরকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে মাঝে মধ্যে সামান্য উপহার দিয়ে থাকে। তাদের প্রতি সম্মান দেওয়া আমরা কর্তব্য বলে মনে করি। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ কয়েকজন শহীদ স্বজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধবাপল্লীর শহীদ স্বজন পরিষদের সভাপতি জালাল মিয়া। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। Related posts:নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেজালবিরোধী অভিযানভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুরে ৩ ফার্মেসিকে জরিমানাযুবলীগ নেতা হত্যা মামলায় লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন Post Views: ২৮৫ SHARES সারা বাংলা বিষয়: