ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪ জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার দুস্থ-অসহায় এক হাজার পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড ও রিলিফ সেন্টারের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান সানবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্য ছিলো চাল, মসুর ডাল, চিনি, লবন ও তেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ -অসহায় পরিবারের সদস্যদের ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আব্দুল নাছের চৌধুরী, মজিবর রহমান শাহজাহান ও আঃ রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুসরিষাবাড়ীতে ৪৩ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীমাদারগঞ্জে নববধূকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগ Post Views: ১৫৯ SHARES জামালপুর বিষয়: