জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে গুম করায় স্বামী মো. মিনাল হককে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সে মেলান্দহ উপজেলার কলাবাধা গোকুলে পাড়ার মো. আবুল হকের ছেলে। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ দণ্ডাদেশ দেন। দুই দণ্ডাদেশ একই সঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করেছেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিন্ন আরেকটি ধারায় আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন বিচারক। মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের ময়না শেখের মেয়ে মিনা বেগমের সঙ্গে একই উপজেলার মিনাল হকের বিয়ে হয়। তাদের ঔরসে দুটি সন্তান জন্ম নেয়। হঠাৎ তাদের দাম্পত্যে কলহ দেখা দিলে স্ত্রীকে তালাক দেন মিনাল। এ ঘটনায় সমঝোতা করে তাদের পুনরায় বিয়ে দেয় এলাকাবাসী। বিয়ের পর নারায়ণগঞ্জ গিয়ে গার্মেন্টসে চাকরি নেন তারা। এরমধ্যেই মিনাল আরেক বিয়ে করেন। সতীনের সংসারে নির্যাতন বেড়ে যায় মিনা বেগমের ওপর। একপর্যায়ে তারা কুরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন। মিনার পরিবার মিনার খোঁজখবর নিতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে মিনার শ্বশুরবাড়িতে গিয়ে মিনার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে কলাবাধা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে একটি পুকুরে মিনা বেগমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিনা বেগমের ভাই মো. রাশেদ শেখ বাদী হয়ে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর ৬জনের নামোল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের সাক্ষ্য নেন আদালত। ৬ আসামির মধ্যে ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দেয়া হয়। মামাল রাষ্ট্রপক্ষে ছিলেন এড. নির্ম্মল কান্তি ভদ্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এড. নুরুজ্জামান। Related posts:জামালপুরে ব্যবসায়ীর মাথায় কুপিয়ে টাকা ছিনতাইগ্যাস-সংকটে আবার উৎপাদন বন্ধ সরিষাবাড়ীর যমুনা সার কারখানায়জামালপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৩৭ SHARES জামালপুর বিষয়: