বাজার কারসাজিতে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বকশীগঞ্জের ইউএনও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সিন্ডিকেট করে অথবা কৃত্তিম সংকট তৈরি করে ভোগ্যপণ্য ও বাজার কারসাজি করে বেশি মুনাফা লাভের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার। তিনি জানিয়েছেন কাঁচা সবজি ও পেঁয়াজের মূল্য নিয়ে বেশি মুনাফার চেষ্টা করা হলে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। ৩ নভেম্বর দুপুর ২টায় বকশীগঞ্জের ইউএনও তাঁর কার্যালয়ে আলাপকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইউএনও আ স ম জামশেদ খোন্দকার জানান, বকশীগঞ্জ উপজেলায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। যদি কোন ব্যবসায়ী ভোক্তার সঙ্গে প্রতারণা করে ভোগ্যপণ্য নিয়ে ব্যবসা করতে চান তাহলে তাদের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। ইতোমধ্যে উপজেলা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দকে ভোক্তার অধিকার ও নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আ স ম জামশেদ খোন্দকার। Related posts:নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধারসেদিন আল্লাহ নিজ হাতে বঙ্গবন্ধুর কন্যাকে বাঁচিয়েছেন : ধর্ম প্রতিমন্ত্রীরোববার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী Post Views: ২৪৯ SHARES সারা বাংলা বিষয়: