ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪ ঢাকার মতিঝিল এলাকার দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। তবে আহতদের নাম এখনও জানা যায়নি। রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে কিছু লোকজন ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করে। ব্যানারে লেখা ছিল- ব্যাংক ডাকাত, লুটেরা, দখলদার ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি এস আলম গ্রুপের কর্মীরা। এ সময় এস আলম গ্রুপের কর্মীরা তাদের ওপর চড়াও হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে পাঁচ জন আহত হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তাসহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছে। এ মুহূর্তে ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান শাখার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। Related posts:আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকীকরোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৭ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা Post Views: ৬৭ SHARES জাতীয় বিষয়: