সামাজিক দূরত্ব বজায় রাখতে ঝিনাইগাতী থানা পুলিশের গোলবৃত্ত

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ করোনাভাইরাস প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। ঔষধের দোকান খোলা থাকার কারণে ক্রেতাদের সুবিদার্থে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখতে লাল রং দিয়ে দোকানের সামনের রাস্তার ওপর গোল বৃত্ত এঁকে দিচ্ছেন ঝিনাইগাতী থানা পুলিশ। ২৭ মার্চ শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার ও সদর বাজারের মেইন রোডের বিভিন্ন ঔষধের দোকানের সামনের সড়কে এ গোল বৃত্ত এঁকে দেন।
শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস’র নেতৃত্বে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর ছিদ্দিক, ওসি (তদন্ত) মোঃ সরোয়ার হোসেন ও থানার অন্যান্য অফিসার, ফোর্সসহ ঔষধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বৃত্ত অংকন করে জনগনকে সচেতন করেন।