সেনাবাহিনীর সহযোগিতায় কাজে ফিরল নকলা থানা পুলিশ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

প্রায় এক সপ্তাহ পর আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে শেরপুরের নকলায় দায়িত্ব পালন শুরু করেছে থানা পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে পালানোর পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।
উপজেলার বিভিন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। উপজেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশকে সহায়তা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। এখন থেকে থানার সকল কার্যক্রম নিয়মিত ভাবে চলবে বলে জানান নকলা থানার ওসি মো. আ: কাদের মিয়া।
ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। গতকাল রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।