বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর অবশেষে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুস। তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন। জালাল ইউনুস পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে। সোমবার সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি। নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এনএসসির কাছে। এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি। জালাল ইউনুস দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। Related posts:ঢাকায় তামিম, খুলনায় মুশফিকচতুর্থ ম্যাচে এসে 'প্রথম' জয় পেল ঢাকাজিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো বাংলাদেশ দল Post Views: ৭০ SHARES খেলাধুলা বিষয়: