আমি ওনার বউ লাগি না, সুমনের খোঁজ করতেই বললেন পিয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার সুমন। জনপ্রিয়তা ও ক্ষমতা— দুটোই পেয়েছিলেন হাতের মুঠোয়। কিন্তু রাখতে পারলেন না। আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সব খুইয়েছেন। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকায় হাসিনার পতনের সঙ্গে সঙ্গে গা ঢাকা দেন তিনি। এদিকে সুমনের অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করতেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তার কাছে সুমনের খোঁজ জানতে চাইলে সংবাদমাধ্যমকে পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।’ তিনি আরও বলেন, ‘আমি তো আর ওনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’ পিয়া বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’ এদিকে সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিয়েছেন সুমন। সেখানে বলেছেন, ‘আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।’ Related posts:নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগরসুশান্তের মৃত্যুর তদন্তে এবার কঙ্গনা রানাউতকে নোটিসবিজিবির সদস্যদের সঙ্গে ‘সোনার বাংলা’ গাইলেন দেব Post Views: ৩৯ SHARES বিনোদন বিষয়: