ইমরানের গান আমার ভীষণ ভালো লাগে: কেয়া পায়েল

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘ইমরানের গান আমার ভীষণ ভালো লাগে। শুধু তাঁর গানে আমি মডেল হব—বিষয়টি এমন নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

প্রথমবার দ্বৈত গান নিয়ে আসছেন ইমরান মাহমুদুল ও হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে/ বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে/ বরবাদ হয়ে তোমার প্রেমেতে—এমন কথার গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। চার বছর পর কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে ইমরান ও পায়েলকে। ইতিমধ্যে শুরু হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। শিগগির ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
পারবো না তোমাকে ছাড়তে গানের আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘মন ছুটে যায়’সহ সবগুলো গান জনপ্রিয় হয়। ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজ মানুষ পছন্দ করেছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলাম। এই সময়ে অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। তাই আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়, অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে।’
ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গান ছিল। পরবর্তী সময়ে হঠাৎ করেই গানটা দ্বৈত গান করা হয়েছে। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তাঁর সঙ্গে দ্বৈত গান করতে পারা আমার জন্য সত্যিই অনেক বড় একটা পাওয়া।’