অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার: জামালপুরে মামুনুল হক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গণহত্যার বিচারের দাবিতে ও নৈরাজ্যবাদ প্রতিরোধে গণসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিতে চাই না। এই সরকার একটি দুর্বল সরকার এবং সম্মিলিত সকলের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে এ সরকার ব্যর্থ প্রমাণ করে দিক। তাই শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত মজলিস ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য ধারণকে যদি দুর্বলতা ভাবা হয় তাহলে সরকারের বোকামি হবে।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এ দেশে সমকামিতা আমদানি করার যে পায়তারা করা হচ্ছে। সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা হতে পারে না। কোরআন সুন্নাহবিরোধী যে আইনগুলো গত সরকার করেছে সেগুলোকে সংশোধন করতে হবে এবং সেখানে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার আহবান করেন তিনি।
এছাড়াও তাদের দাবির কথা না শোনা হলে গণভবন, বঙ্গভবনসহ কোনো কিছুই না রাখার হুশিয়ারি দেন মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মওলানা মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা জালালুদ্দীন, মওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মওলানা আবুল হাসানাত জালালীসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।