শেরপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আজিজুল হক (৮০) নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। নিহত আজিজুল শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সোয়া ১১টার দিকে শেরপুর শহরের নওহাটা এলাকায় শেরপুর-ঝিনাইগাতী রোডে ট্রাক রিকশাচালক আজিজুল হককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আজিজুল। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। Related posts:আজ সূর্যদী গণহত্যা দিবসময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ ॥ পাসের হারে এগিয়ে শেরপুরইসলামপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু Post Views: ২০৮ SHARES সারা বাংলা বিষয়: