কোথাও যেনো দুর্নীতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: নকলায় শেরপুরের জেলা প্রশাসক

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

আব্দুল্লাহ আল-আমিন, নকলা : শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বলেছেন, কোথাও যেনো কোন দুর্নীতি না হয় কোন বৈষম্য না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। এটা একদিনে সম্ভব না। এজন্য সরকারি চাকরীজীবী, রাজনীতিবিদ ও মিডিয়াকর্মীদের একসাথে কাজ করতে হবে।
৫ নভেম্বর মঙ্গলবার নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তর প্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি অফিস প্রধানদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, আপনারা কারও অনৈতিক দাবি বা কথা শুনবেন না। নৈতিকতার মধ্যে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত প্রমুখ। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।