বাফুফের বার্ষিক সাধারণ সভা ১৬ নভেম্বর

News News

Desk

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

‘পনের দিনের মধ্যে বাফুফেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করতে হবে। এজিএম- এর এক মাস আগে বাফুফের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট কাউন্সিলরদের কাছে পাঠাতে হবে। এজিএম করতে ব্যর্থ হলে কাউন্সিলরা তলবি সভা আহ্বান করবে’- এটা ছিল বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির বাফুফেকে দেয়া আলটিমেটাম। যা দেয়া হয়েছিল এ বছর ১৯ মার্চ।

ক্লাব সমিতির দেয়া আলটিমেটামের সেই পনের দিন অতিক্রম করেছে ৫ মাস আগেই। অবশেষে বাফুফে তাদের এজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। আজ (রোববার) বাফুফের নির্বাহী কমিটির সভায় ১৬ নভেম্বর এজিএম করার তারিখ নির্ধারণ করেছে। সভা শেষে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।

১৬ নভেম্বর এজিএম হলে তা হবে বাফুফের এই কমিটি নির্বাচিত হওয়ার পর প্রথম। ২০১৬ সালের ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন হয়েছিল। ওই দিনই হয়েছিল দেশের ফুটবলের এ সর্বোচ্চ সংস্থার সর্বশেষ এজিএম।