ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা পৃথক আদেশে এই বদলি করা হয়। যেখানে বলা হয়েছে, এডিসি রীমা সুলতানাকে সিটি-ইনটেলিজেন্স কনফিডেন্সিয়াল বিভাগে, মো. ফরহাদ কবিরকে ডিজিটাল ফরেনসিক অ্যান্ড ই-ফ্রড বিভাগে এবং মোছা. মফেলা খাতুন মেমীকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোরস বিভাগের নারী পুলিশ বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়াও এসি আব্দুল হান্নান খানকে ট্রাফিক-রমনা জোনে, ইসফাকুল কবির সরকারকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং বিমল চন্দ্র বর্মনকে ট্রাফিক-দারুসসালাম জোনে বদলি করা হয়েছে। Related posts:এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশমোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫আ.লীগ ক্ষমতায় না থাকলে অন্ধকারে ফিরে যাবে দেশ: প্রধানমন্ত্রী Post Views: ১৩৩ SHARES জাতীয় বিষয়: